Monday, September 12, 2011

Meta keyword and description-SEO



সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য On page optimization করা বাধ্যতামুলক।
On page optimization কে তিন ভাগে ভাগ করা যায়।
১.Meta keyword & description
২.Submit your site in search engine (like google, yahoo)
৩.Create site map and submit.
Html এবং dreamweaver এ Meta keyword & description এর ব্যবহার :
আপনার Web site এর Index file টি খুলুন।(dreamweaver)
এবার title এর পাশে Enter করুন (নীল চিহ্ন Enter লেখা)। এবার title এর নীচে দুই Head এর মাঝে নিন্মের কোড লিখুন।(লাল বক্স)
উক্তি: সব গুলো নির্বাচন করুন
<meta name="keywords" content="photo shop basic, photo shop tool, special project"/> <meta name="description" content="this is photo shop learing site where are availble tutorial about photo shop"/>


ছবি

<meta name="keywords" content=" "
<meta name="keywords" content=" এই অংশে কোন পরিবর্তনের প্রয়োজন নেই। ইনর্ভাটেট কমার (" ") মধ্যে আপনার Web site এর বিষয় বস্তু অনুযায়ী প্রয়োজনীয় keyword দিন। আমি উদাহরণ স্বরুপ photo shop basic, photo shop tool, special project ইত্যাদি keyword দিয়েছি। প্রতিটা keyword দেয়ার পর কমা (,) এবং স্পেস দিতে হবে। যে keyword লিখবেন তার বানান যেন ঠিক থাকে সে দিকে লক্ষ রাখবেন। keyword এর সব শব্দ ছোট হাতের দিতে হবে।
অনুরুপভাবে :
<meta name="description" content="
<meta name="description" content="এই অংশে কোন পরিবর্তনের প্রয়োজন নেই। ইনর্ভাটেট কমার (" ") মধ্যে আপনার Web site এর বিষয় বস্তু অনুযায়ী প্রয়োজনীয় description দিন। description 250 শব্দের মধ্যে হতে হবে। যে description লিখবেন তার বানান যেন ঠিক থাকে সে দিকে লক্ষ রাখবেন। description এর সব শব্দ ছোট হাতের দিতে হবে।

ছবি

On page optimization in joomla(Meta keyword & description)


joomla তে কিভাবে On page optimization করবেন এবার ‍সে সর্ম্পকে আলোচনা ক‍রবো।
লক্ষ করুন আমি জুমলার Administrator ঢুকে পড়েছি। আমার User name এবং Password দিয়ে। যারা জুমলা ব্যবহার করেন তাদের কাছে এই ইন্টারফেস পরিচিত। এখানে লক্ষ করুন Global configuration ‍নামে একটি
আইকন দেখা যাচ্ছে। আমাদের এই আইকনে ‍ক্লিক করতে হবে।

ছবি

Global configuration পেজ আসবে। Metadata setting এর Global site meta description এ আপনার Web site এর বিষয় বস্তু অনুযায়ী description লিখবেন। এবং Global site meta keywords এ আপনার Web site এর বিষয় বস্তু অনুযায়ী keywords লিখবেন। এবং Save করতে হবে।


ছবি



Image Alt optimization বা Image Alt tag use

এই Lesson এ আমরা দেখবো Image এর মাধ্যমে কিভাবে Alt tag use করতে হয় বা Image Alt optimization করতে হয়। এটা Search engine কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা Image এর মাধ্যমেও অনেক ভিজিটর পেতে পারি যদি Image কে সঠিক ভাবে optimization করতে পারি। Search engine গুলির কাছে শুধু Keyword বা text এর মুল্য আছে তবে Image এর কোন মুল্য নেই যদি সেই Image এর Alt tag বা Alt optimization না করা হয়।
আমরা Google এর মাধ্যমে অনেক Image সংগ্রহ করে থাকি। তাই Image এর নাম লিখে কোন ভিজিটর যদি Google এ Search দেয় তখন Image সাথে যেন আমাদের Web site টিও Open হয় সেইজন্যই আমাদেরকে Image Alt optimization করতে হবে। Dreamweaver এর মাধ্যমে কিভাবে Image Alt optimization করা যায় আসুন তা দেখা যাক। ছবিতে একটা Image (world map) দেখা যাচ্ছে।

ছবি

এবার Image টিতে ক্লিক দিলে Image টির Properties এ Alt নামের বক্স দেখা যাচ্ছে। নীচের ছবিতে লক্ষ করুন। এই Alt বক্স এর মধ্যে world map লিখে দিতে হবে। এবং Save button এ ক্লিক করতে হবে।

ছবি


Sohel Parvez Web Developer

1 comment: