Google এর Address bar এ Login / Register to view the link. লিখে ইন্টার দিন। xml-sitemaps.com ওপেন হবে। ৪ টা স্টেপ এর কথা লিখা আছে, পড়ে নিন।
Starting URL এর নিচে আপনার site এর নাম লিখুন।
এবার Chang frequency তে Weekly Select করে Start এ ক্লিক করুন।
Generate হবে, Generate শেষে Sitemap generator page এ Your sitemap is ready লেখা দেখা যাবে। Download uncompressed XML sitemap এর নীচে Sitemap.xml দেখা যাবে। Sitemap.xml এ ক্লিক দিন।
(লাল চিহ্নিত স্হানে)
Opening sitemap.xml ডায়লগ বক্স আসলে OK করুন। Download শুরু হবে।
sitemap.xml ফাইলটি Download হয়ে গেলে FTP Softwere এর মাধ্যমে File টিকে /public_html folder এ upload করুন। এতক্ষণ আমরা Sitemap create করলাম। এবার বিভিন্ন Search engine এ আমাদের ওয়েব সাইটিকে
Submit করতে হবে।
Google এ webmaster tools লিখে Search দিন। webmaster tools ক্লিক দিন
E-mail address এবং password লিখে Sign in করুন।
Add a site এ ক্লিক করে আপনার site Add করুন।
এবার webmaster tools-Dashboard page আসলে নিচের দিকে Submit a sitemap এ ক্লিক করুন।
এবার যে Page আসবে সেখানে পুনরায় Submit a sitemap Button এ ক্লিক করুন। Box এর ভিতর Sitemap.xml লিখে ডানে Submit sitemap Button এ ক্লিক করুন।
এর পরে যে Page এসেছে তাতে লক্ষ করুন Submit Complete হয়ে গেছে।Status এ টিক চিহ্ন দেখা যাচ্ছে।
How to index your site in Google
আমাদের ওয়েব সাইটের Submit হয়ে গেল। এইবার ওয়েব সাইটকে Google এ index করতে হবে। এটা SEO এর সিড়ির প্রথম ধাপ। Google এর Address bar এ Login / Register to view the link. লিখে ইন্টার দিন। Add your URL to Google নামে একটি পেজ আসবে। URL এর ডান দিকের বক্সে আপনার Site এর নাম লিখে দিন এবং Comments এর ডান দিকের বক্সে সংক্ষেপে Comments লিখুন। একটা ক্যাপচা এন্টি করতে হবে তারপর Add URL Button এ ক্লিক দিন।
Yahoo indexing
Yahoo site explorer লিখে Google এ search দিলে নিচের পেজটি আসবে।
Site explorer-yahoo ! site explorer এ click দিন।
এবার Sign in করুন।
My site এর নীচের বক্সে আপনার ওয়েব site এর নাম লিখুন। Add my site এ ক্লিক করুন।
Authentication পেজ আসলে By uploading a verification file to my site এই Option এ ক্লিক করুন।
তিনটি Option পাওয়া যাবে।
১.Download আপনার site টি Download করতে হবে।(আগে দেখানো হয়েছে)
২.Upload the verification file to your site আপনার site টি FTP software দিয়ে Upload (/public_HTML folder) করতে হবে।
৩.Ready to Authenticate এই Button এ ক্লিক দিয়ে কাজ শেষ করতে হবে।
কিছুটা সময় লাগবে Yahoo search engine নিজে থেকেই আপনার Web site কে Index করে নিবে। On page optimization সর্ম্পকে মোটামুটি আলোচনা করা হলো। এবার Web site কে Off page optimization করতে হবে। আগামী টিউন গুলিতে Off page optimization নিয়ে আলোচনার ইচ্ছা থাকলো
ধন্যবাদ সবাইকে।
No comments:
Post a Comment