এ্যাডসেন্স কি?
ন্যূনতম কিছু সময় এবং কোনপ্রকার অর্থ ছাড়াই Google adsense আপনাকে কিছু বিজ্ঞাপন প্রদান করবে যা আপনি আপনার সাইটের প্রতিটি পাতায় ব্যবহার করতে পারবেন।
আপনার সাইটের বিষয়বস্তু এবং উপাদানের সাথে সঙ্গতি রেখে Google adsense লেখা বা ছবি আকারে বিজ্ঞাপন প্রদান করবে। এবং Google adsense সার্চ বক্স সাইটে স্থাপন করলে ভিজিটররা সার্চ করলে রেজাল্ট পেজে Google adsense লেখা আকারে বিজ্ঞাপন প্রদান করবে।
প্রয়োজনীয় উপকরণ
আপনার একটি ওয়েবসাইট দরকার অনলাইনে আয় করার জন্য। Google adsense প্রোগ্রামে অংশগ্রহণ করতে হলে কিছু নিয়মকানুন পালন করতে হবে। তাছাড়া Google adsense প্রোগ্রামে সিলেক্ট হবার পর আরও কিছু নিয়মকানুন পালন করে যেতে হয়।
Google adsense প্রোগ্রামের সুনাম অক্ষুন্ন রাখার জন্য সকল পাবলিশারদেরকে নিম্নোলিখিত শর্তাবলী মেনে চলতে হবেঃ
বিজ্ঞাপন স্থাপন
সাইটের বিষয়বস্তু
সাইটে যা অবাঞ্চিতঃ
আপনার সাইটে কোন ব্রোকেন লিংক থাকতে পারবে না, এবং সাইট সাবলীলভাবে কার্যক্ষম হতে হবে।
সাইটের জবাবদিহিতা
সাইটের ব্যবহারকারীদের চাহিদা ও তাদের জিজ্ঞাস্য বিষয়সমূহ নিয়মিত পূরণ করে যেতে হবে।
ওয়েবমাস্টার নির্দেশিকা
উপরোক্ত নির্দেশমালা ছাড়াও এ্যাডসেন্স এ অংশগ্রহণকার দেরকে ওয়েবমাস্টার নির্দেশিকা পালন করতে হয়। এখানে আপনাদের সুবিধার্থে কিছু বিষয় আলোচনা করা হলঃ
ন্যূনতম কিছু সময় এবং কোনপ্রকার অর্থ ছাড়াই Google adsense আপনাকে কিছু বিজ্ঞাপন প্রদান করবে যা আপনি আপনার সাইটের প্রতিটি পাতায় ব্যবহার করতে পারবেন।
আপনার সাইটের বিষয়বস্তু এবং উপাদানের সাথে সঙ্গতি রেখে Google adsense লেখা বা ছবি আকারে বিজ্ঞাপন প্রদান করবে। এবং Google adsense সার্চ বক্স সাইটে স্থাপন করলে ভিজিটররা সার্চ করলে রেজাল্ট পেজে Google adsense লেখা আকারে বিজ্ঞাপন প্রদান করবে।
প্রয়োজনীয় উপকরণ
আপনার একটি ওয়েবসাইট দরকার অনলাইনে আয় করার জন্য। Google adsense প্রোগ্রামে অংশগ্রহণ করতে হলে কিছু নিয়মকানুন পালন করতে হবে। তাছাড়া Google adsense প্রোগ্রামে সিলেক্ট হবার পর আরও কিছু নিয়মকানুন পালন করে যেতে হয়।
- অংশগ্রহণকারীর বয়স অবশ্যই ১৮ বছর-এর উর্ধ্বে হতে হবে।
- গুগল এর কোন কর্মকর্তা আপনার সাইট ভিজিট করে অনুমোদন করবেন, তবে তিনি সাইটের মান ঠিক না থাকলে আবেদন নাকচ করতে পারেন।
Google adsense প্রোগ্রামের সুনাম অক্ষুন্ন রাখার জন্য সকল পাবলিশারদেরকে নিম্নোলিখিত শর্তাবলী মেনে চলতে হবেঃ
বিজ্ঞাপন স্থাপন
- একটি পেজে সর্বোচ্চ ৩টি বিজ্ঞাপন স্তাপন করা যাবে।
- একটি পেজে সর্বোচ্চ ২টি সার্চ বক্স স্থাপন করা যাবে।
- উপোরক্ত বিজ্ঞাপন ও সার্চ বক্স ইউনিট ব্যতীত ১টি লিংক ইউনিট বসান যাবে।
- খালি কোন পেজে কোন বিজ্ঞাপন বসান যাবে না।
- বিজ্ঞাপন ও সার্চ বক্স ইউনিট কোন ডোমেইন পার্কিং ওয়েবসাইট, পপ-আপ, পপ-আন্ডার, ইমেইলে বসান যাবে না।
- শুধুমাত্র বিজ্ঞাপন প্রদর্শনের জন্য নির্মিত কোন পেজে বিজ্ঞাপন বসান যাবে না।
- পেজে প্রদর্শিত কোন কিছু দিযে এড়ড়মষব অফং এর বিজ্ঞাপনগুলো ঢাকা পড়া যাবে না্
- Google adsense এর বিজ্ঞাপনগুলোতে ক্লিক করলে নতুন উইন্ডোতে পেজ খোলা যাবে না।
সাইটের বিষয়বস্তু
সাইটে যা অবাঞ্চিতঃ
- অতিরিক্ত
- সংঘর্ষপূর্ণ, বর্ণ-বৈষম্যমূলক, অথবা কোন ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য।
- হ্যাকিং/ক্র্যাকিং সংক্রান- কোন তথ্য।
- অবৈধ মাদক বা নিষিদ্ধ ঔষধ সংক্রান্ত কোন তথ্য।
- পর্নোগ্রাফী, প্রাপ্তবয়স্ক কোন তথ্য বা ছবি।
- জুয়া বা জুয়া সংক্রন্ত কোন তথ্য।
- অতিরিক্ত বিজ্ঞাপন
- অবৈধ কার্যক্রম বা কারো মানবিক অধিকার হরণ করে এমন কিছু্।
- অতিরিক্ত, পুনরাবৃত্তি, অপ্রসঙ্গিক কিওয়ার্ডের ব্যবহার।
- গোপন কোন কার্যক্রম যা আপনার সাইটের পেজর্যাংক বাড়াতে সহযোগিতা করে।
- কোন তৃতীয় পক্ষকে নিয়োগ করে বিজ্ঞাপনগুলোতে ক্লিক করানো।
- কোন প্রাণঘাতী অস্ত্র বিক্রয় বা বিজ্ঞাপন।
- বিয়ার বা তরল মদ বিক্রয় বা বিজ্ঞাপন।
- তামাক বা তামাকজাতীয় দ্রব্য বিক্রয় বা বিজ্ঞাপন।
- ঔষধ বিক্রয় বা বিজ্ঞাপন।
- কোন কিছু নকল করে তার বিজ্ঞাপন।
আপনার সাইটে কোন ব্রোকেন লিংক থাকতে পারবে না, এবং সাইট সাবলীলভাবে কার্যক্ষম হতে হবে।
সাইটের জবাবদিহিতা
সাইটের ব্যবহারকারীদের চাহিদা ও তাদের জিজ্ঞাস্য বিষয়সমূহ নিয়মিত পূরণ করে যেতে হবে।
ওয়েবমাস্টার নির্দেশিকা
উপরোক্ত নির্দেশমালা ছাড়াও এ্যাডসেন্স এ অংশগ্রহণকার দেরকে ওয়েবমাস্টার নির্দেশিকা পালন করতে হয়। এখানে আপনাদের সুবিধার্থে কিছু বিষয় আলোচনা করা হলঃ
- অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে পেজগুলো ভারী করা যাবে না।
- কোন গুপ্ত পুননির্দেশ ব্যবহার করা যাবে না।
- নকল কোন বিষয় দিয়ে অনেকগুলো পেজ, ডোমেইন, বা সাবডোমেইন তৈরী করা যাবে না।
- গুপ্ত টেক্সট বা লিংক ব্যবহার করা যাবে না।
- একটি পেজে অসংখ্য লিংক ব্যবহার করা যাবে না(ন্যূনতম ১০০টি)।
- সাইটের র্যাংকিং বা পেজর্যাংক বাড়ানোর জন্য কোন লিংক স্কিম কার্যক্রমে অংশগ্রহণ করা যাবে না। তদুপরি, ওয়েব স্প্যামারদের লিংক বা Bad Neighborhood দ্বারা আপনার সাইট ক্ষতিগ্রস্ত হতে পারে।
its so helping.
ReplyDeleteআপনার এই পোস্ট থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারলাম .
ReplyDeleteআরো কিছু বর্ণনা থাকলে আরো উপকার হইত.
যাই হউক আপনার এই রকমের চেষ্টা কে আমি সাগত জানাই
আপনার এই পোস্ট থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারলাম
ReplyDeleteআরো কিছু বর্ণনা থাকলে আরো উপকার হইত
যাই হউক আপনার এই রকমের চেষ্টা কে আমি সাগত জানাই
it so helping
ReplyDelete